Loading...
Loading...
NOTICE
Welcome to আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়!
Jan 29, 2026
 • 
New Academic Session 2024-25 Admission Open
Jan 29, 2026
 • 
Online Classes Available - Contact for Details
Jan 29, 2026
  • schoolabdullapurh@gmail.com
  • 01309111240
  • Abdullapur, Tongibari, Munshiganj

Head Master/Principal Speech

  Muhammad Zahid Hossen

পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি।

ঐতিহ্য ও গৌরবের এক শতাব্দীরও অধিক সময়ের সাক্ষী আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। এমন একটি স্বনামধন্য বিদ্যাপীঠের ওয়েবসাইটে আপনাদের সকলকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য এক পরম পাওয়া।

আমাদের মূল লক্ষ্য হলো শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান বিতরণ নয়, বরং প্রত্যেক শিক্ষার্থীকে নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ, দেশপ্রেমে উজ্জীবিত এবং শৃঙ্খলাবোধসম্পন্ন একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা একটি শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে। যুগোপযোগী ও তথ্যপ্রযুক্তি-নির্ভর পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে আমরা সমান গুরুত্ব প্রদান করি।

আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরাই এই প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ। তোমাদের পূর্বসূরীরা তাঁদের কর্ম ও কীর্তি দ্বারা এই বিদ্যালয়ের নাম দেশে-বিদেশে উজ্জ্বল করেছেন। তাঁদেরকে অনুসরণ করে কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং শ্রদ্ধাবোধের মাধ্যমে তোমরাও একদিন সাফল্যের শীর্ষে পৌঁছাবে—এটাই আমার প্রত্যাশা ও বিশ্বাস।

সম্মানিত অভিভাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ, সন্তানের সুশিক্ষার জন্য আপনারাই আমাদের প্রধান সহযোগী। বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং আপনাদের সুচিন্তিত পরামর্শ আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে। আসুন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করি।

আমাদের রয়েছে একদল অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক, যাঁরা প্রতিনিয়ত শ্রেণিকক্ষের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের সঠিক পথপ্রদর্শকের ভূমিকা পালন করে চলেছেন। তাঁদের ভালোবাসা ও পরিশ্রমে আমাদের শিক্ষার্থীরা কেবল ভালো ফলাফলই অর্জন করে না, বরং একজন ভালো মানুষ হিসেবেও বেড়ে ওঠে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় তার সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে, এই আমার দৃঢ় বিশ্বাস।

সকলের জন্য শুভকামনা।

মোঃ জাহিদ হোসেন
 প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
 আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়।